মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

৩০শে নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে নতুন নির্দেশিকা

রাজ্য জুড়ে নয়া নির্দেশিকা জারি করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। রাজ্য সরকার জানিয়েছে ৩০শে নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে এই নির্দেশিকা জারি থাকবে। সাম্প্রতিক কালে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রে খবর।
রাজ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া গাইডলাইন মেনেই জারি থাকবে নিষেধাজ্ঞা। তবে সোমবার প্রকাশিত হওয়া এক সার্কুলারে বেশ কিছু নিয়ম ও নির্দেশিকার ঘোষণা করেছে নবান্ন।
এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে
১. সিনেমা হল, থিয়েটারে পঞ্চাশ শতাংশের বেশি দর্শক থাকতে পারবেন না।
২. তবে এখনই স্কুল-কলেজ খোলার খোলার অনুমতি দেওয়া হচ্ছে না।
৩. প্রশিক্ষণ ব্যতীত কোনও প্রতিযোগিতার জন্য কোনও সুইমিং পুল ব্যবহার করা যাবে না।
৪. কনটেনমেন্ট জোনের ভিতরে কোনও সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক অনুষ্ঠান করা যাবে না।
৫. যে ঘরে বা হলে ২০০জন লোক জমায়েত করতে পারেন, সেখানে ৫০ শতাংশ লোককে থাকার অনুমতি দেওয়া যেতে পারে।
৬. যদি জমায়েত করার প্রয়োজন হয়, তবে তা খোলা জায়গায় অনুমতি সাপেক্ষে করা যেতে পারে। স্থানের আকারের ওপর নির্ভর করবে জমায়েত হওয়া মানুষের সংখ্যা।

Report by Rahul Gupta
Reported on – 03/11/2020

Share this News
error: Content is protected !!