নিজস্ব সংবাদদাতা : আর কয়েকদিন পরেই দীপাবলি উত্সব। করোনা আবহের মধ্যে রাজধানীতে আতশবাজির ওপর নিষেধাজ্ঞা জারি করলো ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল। সমস্ত রকম বাজি বিক্রি ও পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা বলবত্ থাকবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।দেশের একাধিক রাজ্য এই নিষেধাজ্ঞা জারি করেছে। পশ্চিমবঙ্গে, ওড়িশায়, রাজস্থানে, হরিয়ানা, কর্ণাটকে নিষিদ্ধ হয়েছে আতশবাজি। যদিও হরিয়ানায় নিষিদ্ধ করার পর দুঘন্টা বাজি পোড়ানোর অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।বাজি পোড়ানোর গাইড লাইন অনুযায়ী, দীপাবলির দিন সন্ধে ২ ঘণ্টা (৮ টা থেকে রাত ১০টা), বড়দিন ও নিউ ইয়ারে ৩৫ মিনিট (১১.৫৫ থেকে ১২.৩০ পর্যন্ত) বাজি পোড়ানো যাবে। ছট পুজোতে সকাল ৬ টা থেকে সন্ধ্যে ৮ পর্যন্ত মিলবে বাজি পোড়ানোর অনুমতি। তাও আবার কেবলমাত্র ইকো-ফ্রেন্ডলি বাজি পোড়ানো যাবে ওই নির্দিষ্ট সময়ে। তবে বাজি পোড়ানোর সময় ও দিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রাজ্যগুলি। হরিয়ানা সরকার জানিয়েছে, রাত ৮টা থেকে ১০টা দীপাবলি ও গুরুপরবের সময় বাজি পোড়ানো যাবে। বড়দিন ও নববর্ষে রাত ১১টা ৫৫ থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে হরিয়ানা সরকার। কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, ‘সমস্ত রকমের বাজি নিষিদ্ধ করা হল এবছরের জন্য। রাজ্যের সর্বত্র বাজি নিষিদ্ধ। কালীপুজো, দীপাবলি, ছটপুজোয় বন্ধ বাজি। বিক্রিও করা যাবে না।” রাজ্যগুলির মধ্যে প্রথমে বাজি বিক্রি নিষিদ্ধ করে রাজস্থান সরকার।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 10/11/2020
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন