মার্চ 27, 2023

Disha Shakti News

New Hopes New Visions

৪৬তম কমান্ডার ইন চিফ বাইডেন

নিজস্ব সংবাদদাতা : আমেরিকান বাহিনীর ৪৬তম কমান্ডার ইন চিফ হিসেবে ঘোষণা করা হল জো বাইডেনের নাম। আমেরিকার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে , আগামী ২০ জানুয়ারি থেকে সংবিধান অনুযায়ী শপথ গ্রহণের মাধ্যমে তার ওপর এই দায়িত্ব ন্যস্ত হবে। সামরিক বাহিনীর এই বার্তায় বলা হয়, সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে তাঁদের জাতির মূল্যবোধ এবং আদর্শকে ধারণ করতে হবে। তাঁরা তাঁদের সংবিধানকে সমর্থন ও এর সুরক্ষা নিশ্চিত করেছেন। এদিকে হোয়াইট হাউস থেকে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্টের ওপর ডিবেট শুরু। ডিবেট শুরু হল মার্কিন আইপ্রণেতাদের সামনে রেখে। ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের উন্মত্ত হামলার এক সপ্তাহ পরে এই ইমপিচমেন্ট ডিবেট শুরু হল।কমপক্ষে পাঁচজন রিপাবলিকান ডেমেক্র্যাটদের পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন। যদি মার্কিন কংগ্রেস এই ইমপিচমেন্টের পক্ষে রায় দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনও প্রেসিডেন্টের দ্বিতীয় বার ইমপিচমেন্ট হবে। গত সপ্তাহে ক্যাপিটল হিলে হামলার পিছনে তাঁর উস্কানি ছিল বলেই অভিযোগ। আর এই অভিযোগের ভিত্তিতেই মার্কিন কংগ্রেসে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার প্রস্তাব দেওয়া হয়েছে।ফক্স নিউজের খবর, আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের আগেই ফের ট্রাম্প ভক্তরা হামলা চালাতে মরিয়া। তারা বিভিন্ন আদালতের দখল নিতে গোপনে বার্তা দিয়েছে। যে কোনও রকম পরিস্থিতি এড়াতে গোয়েন্দা সংস্থা এফবিআই জারি করেছে বিশেষ সতর্কবার্তা।ডেমোক্র্যাটরা বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা শেষের আগেই ইমপিচমেন্ট করতে মরিয়া।

Report by web desk
Reported on – 14/01/2021

Share this News
error: Content is protected !!