আমেরিকার প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সাজ সাজ রব গোটা ওয়াশিংটনে। ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন। ভাইস প্রেসিডেন্টের পদে শপথ নিলেন কমলা হ্যারিস।
এই অনুষ্ঠানকে ঘিরে ক্যাপিটল বিল্ডিংকে নিশ্চিদ্র নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হলো । কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ডের প্রায় ১৫ হাজার সেনাকে। ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার ঘটনার কথা মাথায় রেখেই কোনও রকম ঝুঁকি নিতে চায়নি আমেরিকা প্রশাসন।
বুধবার সকালেই হোয়াইট হাউস ছেড়ে দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাওয়ার সময় শুধু বলে গিয়েছেন, ‘আবার ফিরে আসব।’ আমেরিকার ভোটের ফলাফলকে ঘিরে দীর্ঘ টানাপড়েন চলেছে। ট্রাম্প ভোটের ফলাফলকে স্বীকার করতে চাননি। ভোট জোচ্চুরির অভিযোগও তুলেছিলেন। এ নিয়ে বিভিন্ন স্টেটসে মামলাও করেন। কিন্তু শেষ পর্যন্ত সব জায়গাতেই বিফল হতে হয়েছে তাঁকে। শেষমেশ নিজের হার স্বীকার করে বাইডেনকে হোয়াইট হাউসের জায়গা করে দিয়েছেন তিনি। সেই মাহেন্দ্রক্ষণ হাজির। আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হতে চলেছেন জো বাইডেন। ইতিমধ্যেই বিভিন্ন রাষ্ট্রনায়করা বাইডেনকে স্বাগত জানিয়েছেন।
Report by Web Desk
Reported on – 20/01/2021
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল