নিজস্ব সংবাদদাতা : কেন্দ্র আগেই জানিয়েছিল যে ফেব্রুয়ারি – মার্চ মাসে হবে না সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা । এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল পরীক্ষার তারিখ ঘোষণা করে জানান যে, আগামী ৪ মে থেকে শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা । চলবে ১০ জুন অবধি। ১৫ জুলাইয়ের মধ্যে ফলাফল ঘোষিত হবে বলে তিনি জানান। ছাত্র-ছাত্রীদের প্র্যাকটিকাল পরীক্ষা হবে পয়লা মার্চ থেকে। যারা বিদেশে সিবিএসই স্কুলে পড়েন, তাদের জন্য দ্রুত সিদ্ধান্ত নিয়ে জানানো হবে বলে জানান পোখরিয়াল। পোখরিয়াল বলেন, পরিস্থিতি বিচার করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরীক্ষার নির্ঘণ্ট নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে নয়, সমস্ত সতর্কতা নিয়ে ও কোভিড বিধি মেনেই ক্লাসরুমে পড়ুয়াদের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে রমেশ পোখরিয়াল । তবে এসম্পর্কে বিস্তারিত নির্দেশিকা পরে স্কুলগুলিকে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি । অর্থাত্ স্কুলে কিভাবে নেওয়া হবে পরীক্ষা । এক একটি ক্লাসরুমে কতজন পড়ুয়া থাকবে ইত্যাদি বিভিন্ন বিষয়গুলি আলাপআলোচনার পর নির্দিষ্ট করে বিস্তারিত নির্দেশিকা জারি করবে কেন্দ্র । করোনা পরিস্থিতিতে মার্চ থেকে বন্ধ স্কুল । অনলাইনেই চলছে পঠনপাঠন । করোনা পরিস্থিতিতে সেই কথা মাথায় রেখেই সিলেবাসে করা হয়েছে কাঁটছাঁট । পাঠক্রমের বোঝা কমাতেই ৩০ শতাংশ অর্থাত্ প্রায় ১৯০টি বিষয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর সিলেবাসে বদল আনা হয়েছে । তবে এই ব্যবস্থা শুধুমাত্র এককালীন অর্থাত্ শুধুমাত্র ২০২০-২১ শিক্ষাবর্ষে পড়ুয়াদের জন্যই এই ব্যবস্থা বলে স্পষ্ট করে সিবিএসই বোর্ড ।
Report by রাহুল গুপ্ত
Reported on – 01/01/2021
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
পণ্ডিত শিবকুমার শর্মা প্রয়াত ভেঙে গেল ‘শিব-হরি’ জুটি
মার্চের শুরুতেই জেনে নিন ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা