নিজস্ব সংবাদদাতা : রাজ্যে লোকাল ট্রেন চলাচলের পক্ষে অনুমোদন দিল রাজ্য সরকার।রেল কর্তৃপক্ষ এবং রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের মধ্যে এ সংক্রান্ত আলোচনার পর রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত প্রতিটি ট্রেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন পরিষেবা শুরু করা যেতে পারে।আপাতত ১০ থেকে ১৫ শতাংশ ট্রেন চলাচলের মাধ্যমে লোকাল ট্রেন পরিষেবা শুরু করা হবে। পরে অবস্থা বুঝে সংখ্যাটা বাড়িয়ে ২৫ শতাংশ পর্যন্ত নিয়ে যাওয়া যেতে পারে বলে জানানো হয়েছে। অর্থাত্, প্রতিটি ট্রেনে যেখানে ১২০০টি করে সিট থাকে সেখানে তার অর্ধেক অর্থাত্ ৬০০ জন যাত্রী নিয়ে রাজ্যে লোকাল ট্রেন চলাচল করবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ৫ই নভেম্বর। আনলক পর্ব শুরু হওয়ার সাথে সাথে বেশ কয়েকটি রাজ্যে রাজ্যবাসীর সুবিধার্থে সীমিত সংখ্যায় লোকাল ট্রেন চালু করার অনুমতি দেওয়া হয়। তবে এ পর্যন্ত পশ্চিমবঙ্গের শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলাচল করেছে। দিনের পর দিন ট্রেন বাদে অন্য উপায়ে যাতায়াত করতে গিয়ে চরম অসুবিধার সম্মুখীন হয়ে রাজ্যের বেশ কয়েকটি স্টেশনে ওই স্পেশাল ট্রেনে চড়ার আবেদনের সরব হন যাত্রীরা। সম্প্রতি হাওড়া ও আরো কয়েকটি স্টেশনে এই দাবিতে রণক্ষেত্রের আকার নেয় স্টেশন চত্বর। এর পরেই তড়িঘড়ি রেলের সঙ্গে বৈঠকে বসতে সম্মতি জানায় পশ্চিমবঙ্গ সরকার। সেইমতো নবান্নে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসেন পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের কর্তারা। ওই বৈঠকেই কঠোরভাবে করোনা বিধি মেনে লোকাল ট্রেন চালু করার সম্মতি জানিয়েছে সরকার।মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সকলকেই ট্রেনে চড়ার অনুমতি দেওয়া হবে বলে স্থির হয়েছে। কাউকে অনুমতি দেওয়া হবে, কাউকে দেওয়া হবে না এটা হলে একটা অসাম্য মূলক আচরণ হবে। তাই সকলকে ট্রেনে চড়ার অনুমতি দেওয়া হবে। পূর্ব রেলের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, আগামী বৈঠকে তারা কতগুলি ট্রেন চলবে, গ্যালপিং ট্রেন চালানো হবে কিনা, কোন কোন স্টেশনে কখন ট্রেন দাঁড়াবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সূত্রের খবর, সেদিনকেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। পূর্ব রেল সূত্রে হিসেব দেওয়া হয়েছে, হাওড়া ডিভিশনে এখন লোকাল ট্রেন চলে সাধারণ সময়ে ৪০৭ টি। শিয়ালদহ ডিভিশনে সাধারণ সময়ে লোকাল ট্রেন চলে ৯১৫ টি। সেই সংখ্যা কমিয়ে আনা হবে।
New Hopes New Visions
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত