এবার রয়েছে বিধানসভা নির্বাচন ফলে এবার পূর্ণাঙ্গ বাজেটের বদলে রাজ্যে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ হতে পারে শুক্রবার ৫ ফেব্রুয়ারি। এজন্য এবার ৫-৮ ফেব্রুয়ারি সংক্ষিপ্ত অধিবেশন ডাকা হচ্ছে বলে জানা গিয়েছে। এটাই হতে চলেছে বর্তমান বিধানসভার শেষ অধিবেশন।
এদিকে বাম এবং কংগ্রেস বারবার অভিযোগ তুলেছে বিরোধীদের এ রাজ্যে কোন মর্যাদা নেই। আর সেই অভিযোগ সামনে রেখে বাম এবং কংগ্রেস এবার বিধানসভায় এই ভোট অন অ্যাকাউন্ট বক্তৃতা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।তাছাড়া বিধানসভায় অধিবেশন শেষ না করে মুলতুবি করা আছে বলে এ বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ রাখা হচ্ছে না। গত ১০ বছর ধরে রাজ্যের শাসক তৃণমূল সাংবিধানিক এবং গণতান্ত্রিক রীতিনীতি একেবারেই মানছে না বলে বিরোধী বাম এবং কংগ্রেস যুক্তি দেখিয়েছে বয়কটের কারণ হিসেবে।
Report by web desk
Reported on – 03/02/2021
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন