অযোধ্যায় রাম মন্দিরের জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দান করলেন ৫ লক্ষ ১০০ টাকা। রাম মন্দির ট্রাস্ট সারা দেশ থেকেই মন্দির নির্মাণের জন্য আর্থিক অনুদানের আবেদন করেছে। সেই অনুদান সংগ্রহের কাজ শুরু হল দেশের প্রথম নাগরিকের দানের মধ্যে দিয়ে। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই অনুদান সংগ্রহের কাজ চলবে, সে কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে নানা গণ সংগঠন অংশ নিয়েছে।রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে, সহ-সভাপতি গোবিন্দ দেব গিরজি মহারাজ শুক্রবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। সঙ্গে ছিলেন ভিএইচপির কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার, মন্দির নির্মাণ কমিটির প্রঝান নৃপেন্দ্র মিশ্র ও আরএসএস নেতা কুলভূষণ আহুজা।ভিএইচপি প্রধান বলেন, ‘‘রাষ্ট্রপতি দেশের প্রথম নাগরিক। তাই আমরা তাঁর কাছে গিয়ে এই অর্থ সংগ্রহের কাজ শুরু করলাম। রাষ্ট্রপতি মন্দির নির্মাণকল্পে ৫ লক্ষ ১০০ টাকা দান করেছেন তিনি।’’
সংবাদ সংস্থার খবর, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান মন্দির নির্মাণের জন্য ১ লক্ষ টাকা দান করেছেন। তিনি বলেন, ‘‘আমার পরিবারের পক্ষ থেকে মন্দির নির্মাণের জন্য একটি ইট অন্তত দান করা রইল। আসলে এটি শুধু মাত্র রাম মন্দির নয়, এটি আসলে জাতীয় মন্দির।’’ হিন্দিতে বয়ান টুইট করে এ কথা লিখেছেন শিবরাজ।পটনায় এই অর্থ সংগ্রহের কর্মসূচি ঘোষণা করে বিজেপি নেতা সুশীল মোদী বলেছেন, ‘‘আশা করি বিহারের প্রতিটি হিন্দু পরিবার রাম মন্দির তৈরির জন্য অর্থ সাহায্য করবেন।
Report by web desk
Reported on – 15/01/2021
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল