নিজস্ব সংবাদদাতা : দেশের সেই সমস্ত দুঃস্থ পরিবারের শিশুরা যারা দুরারোগ্য রোগে ভুগছে এবং যাদের চিকিত্সা করানোর ন্যূনতম সামর্থ্যটুকু নেই, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মাস্টার ব্লাস্টার। সচিন তেন্ডুলকারের চ্যারিটি ফাউন্ডেশন ‘একরাম’ -এর মাধ্যমে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, অসম, কর্ণাটক, তামিলনাডু এবং অন্ধপ্রদেশের দুঃস্থ শিশুদের কাছে পৌঁছে যাবে চিকিত্সার সাহায্য।ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর সচিন চলতি বছরে শিশুদিবসে অসমের করিমগঞ্জ জেলার মাকুন্দায় একটি হাসপাতালের মেডিকেল সরঞ্জাম দান করেন। এই হাসপাতালে ২০০০ দরিদ্র শিশু চিকিত্সা পাবে। পাশাপাশি তেন্ডুলকার ফাউন্ডেশনের মাধ্যমে মধ্যপ্রদেশে তপশিলি সম্প্রদায়ের জন্য পুষ্টিকর খাবার এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন ক্রিকেটের ঈশ্বর।
New Hopes New Visions
More Stories
জমে উঠেছে ” ছন্দার হেঁসেল ” _ কি বললেন দর্শকরা শুনুন
বাংলায় প্রথম চার মহিলা পুরোহিত, মা কে করবে আহ্বান.
Uddhav Thackeray has announced, Mumbai local trains will open from August 15 onwards