নিজস্ব সংবাদদাতা : গ্লোবাল টিচার প্রাইজ ২০২০’ জিতলেন মহারাষ্ট্রের প্রাইমারি স্কুল শিক্ষক রঞ্জিতসিন ডিসালে। এই পুরস্কার বাবদ ভারতীয় মুদ্রায় প্রায় ৭ কোটি ৩৮ লাখ টাকা পেয়েছেন তিনি। ৩২ বছরের রঞ্জিতসিন মহারাষ্ট্রের শোলাপুর জেলার পারিতেওয়াড়ি গ্রামের বাসিন্দা। বিশ্বের ১০ প্রতিযোগীর মধ্যে থেকে সেরা হয়েছেন তিনি। ২০০৯ সালে যখন পারিতেওয়াড়িতে জিলা পরিষদ প্রাইমারি স্কুলে রঞ্জিতসিন পড়াতে যান তখন সেখানে স্কুল বলতে একটি গোশালা ও একটি স্টোররুম ছিল। তিনি পরিবর্তন আনেন। সেইসঙ্গে একটি কিউআর কোডও তিনি তৈরি করেন যার মাধ্যমে পড়ুয়ারা কবিতা শুনতে, পড়ানোর ভিডিও দেখতে পাবে। তাঁর এই উদ্যোগের ফলেই সেখানকার ১০০ শতাংশ মেয়ে স্কুলে যায়। একজন নাবালিকারও বিয়ে হয় না সেখানে।’লেটস ক্রস দ্য বর্ডার্স’ প্রজেক্টও নিয়ে আসেন রঞ্জিতসিন। এই প্রজেক্টের মাধ্যমে ভারতের সঙ্গে পাকিস্তান, প্যালেস্টাইনের সঙ্গে ইজরায়েল, ইরাকের সঙ্গে ইরান, আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার ছাত্র-ছাত্রীদের যোগাযোগ করিয়েছেন তিনি। এই আট দেশের প্রায় ১৯ হাজার পড়ুয়াকে এই প্রজেক্টের আওতায় আনতে পেরেছেন তিনি। এই পুরস্কার পাওয়ার পরে রঞ্জিতসিন জানিয়েছেন, ‘এই কোভিড ১৯ অতিমারী আমাদের দেখিয়েছে অনেক ভাবে শিক্ষা দেওয়া যায়। এই সময়ের মধ্যে শিক্ষকরা চেষ্টা করেছেন প্রত্যেক ছাত্র-ছাত্রীর কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার। শিক্ষকরাই ছাত্র-ছাত্রীদের জীবনে পরিবর্তন আনতে পারেন। তাঁরা সবসময় দানে বিশ্বাস করেন। তাই আমি খুশি মনে আমার পুরস্কারের অর্ধেক টাকা বাকি ফাইনালিস্টদের দিতে চাই। কারণ আমি বিশ্বাস করি একসঙ্গে কাজ করলে তবেই এক উন্নত ভবিষ্যত্ গড়ে তুলতে পারব আমরা।’
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল