নিজস্ব সংবাদদাতা : আগামী বছর ভোটের আগে জেলাস্তরে অফিসার বদলির একটা সম্ভাবনা ছিলই। এবার সেই রদবদলে সিলমোহর দিল রাজ্য সরকার। এ দিন একাধিক জেলার জেলাশাসক রদবদলের নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্য। প্রশাসনিক সূত্র অবশ্য একে নিয়মমাফিক বদলি বলেই দাবি করছে।
বিজয় ভারতী এতদিন ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক, তাঁকে পাঠানো হচ্ছে বীরভূমের জেলাশাসক করে
পূর্ব বর্ধমানের ডিএম হলেন এনামুল হক
মৌমিতা গোদারা বসু ছিলেন বীরভূমের জেলাশাসক, তাঁকে বদলি করা হচ্ছে জলপাইগুড়ির জেলাশাসকের পদে
আইএএস সুমিত গুপ্তা এতদিন ছিলেন WBIDC-র একজিকিউটিভ ডিরেক্টর পদে, তাকে পাঠানো হচ্ছে উত্তর ২৪ পরগনার জেলাশাসক হিসেবে
উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী স্পেশাল সেক্রেটারি হোম হয়েছেন
শশাঙ্ক শেঠি এতদিন ছিলেন পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশনের ডিরেক্টর পদে, তিনি এখন থেকে দার্জিলিং জেলার জেলাশাসকের দায়িত্ব সামলাবেন
অভিষেক কুমার তিওয়ারি এতদিন ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক, তাঁকে পাঠানো হচ্ছে জয়েন্ট সেক্রেটারি হায়ার এডুকেশন পদে
বিভু গোয়েল ছিলেন নদিয়ার জেলাশাসক, তাঁকে পাঠানো হচ্ছে পূর্ব মেদিনীপুরের ডিএম পদে
নদীয়ার জেলাশাসক হলেন পার্থ ঘোষ, উনি পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ছিলেন
পোন্নাবলম এস ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক, তাঁকে পাঠানো হচ্ছে জয়েন্ট সেক্রেটারি এল অ্যান্ড এলআর করে
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন