নিজস্ব সংবাদদাতা: পাঁচবছর প্রেম পর্ব চলার পর, মোটা অর্থ দিতে না পারায় বিয়ে করতে অস্বীকার করে প্রেমিক। যার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা কলেজ ছাত্রী, অভিযোগ মৃতার পরিবারের। এর জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় রঘুনাথগঞ্জ থানার দফরপুর অঞ্চলে ঠাকুরপাড়ায়। মৃত ছাত্রীর নাম অঙ্কিতা দাস ।মৃতার পরিবারের অভিযোগ, জঙ্গিপুর কলেজের প্রথম বর্ষের ছাত্রী অঙ্কিতা দাসের সঙ্গে এক যুবকের প্রায় পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ।ওই যুবক পুলিশের চাকরি পাওয়ার পরই বিয়েতে বেঁকে বসে। এমনকি ৭ লক্ষ টাকা দিলে তবেই বিয়ে করবে বলে জানায় । ছাত্রীর পরিবার এতো টাকা দিতে পারবে না বললে বিয়ে করতে অস্বীকার করে যুবক। তারপরই অঙ্কিতা গলায় দড়ি দেয়। পরিবারের লোকেরা জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে। মেয়ের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারের।
Tag:
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন