পুজো শেষ। প্রস্তুতি শুরু! আগামী বছর ৬ অক্টোবর মহালয়া। করোনামুক্ত পৃথিবীতে আগামী বছর করা যাবে তো দেবীর বোধন? উত্তর থেকে দক্ষিণে প্রার্থনা একটাই! আসছে বছর আবার হবে! এই বোল তুলেই গঙ্গার ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন সম্পূর্ণ হয়েছে। এ বছর শেষ মানেই, আগামী বছরের জন্য প্রস্তুতি শুরু। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, আগামী বছর ৬ অক্টোবর মহালয়া। ১১ অক্টোবর ষষ্ঠী। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার গণক সুপর্ণ লাহিড়ী জানিয়েছেন, এবছর কিছুটা দেরীতে পুজো হওয়ায় আগামী বছরের পুজো কিছুটা এগিয়ে এসেছে। করোনা আবহে এবারের বিধিনিষেধ মানা পুজোয় যে উদ্যোক্তাদের মন ভরেনি, তা বলার অপেক্ষা রাখে না। যাদের জন্য এত আয়োজন, তারাই তো ঠিকমতো ঠাকুর দেখতে পেল না! তাই বিসর্জনের সঙ্গে সঙ্গেই আবাহনের প্রস্তুতি শুরু করে দিয়েছে শহরের বেশ কিছু পুজো কমিটি। স্টেট ব্যাঙ্ক পার্ক সর্বজনীনের ৫০তম বছরের পুজো কেটেছে করোনা আবহে। ৫১তম বর্ষে দর্শকদের মন ভরাতে কোনও ফাঁকফোকর রাখতে চান না তাঁরা। আগামী বছরের শিল্পীর নামে ব্যানার পড়েছে এখনই। উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে, ৫০ বছরের পুজো করোনা আবহে কেটেছে, ৫১ তম বর্ষের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। প্রস্তুতি শুরু টালা পার্ক প্রত্যয়েরও। এবারের মতো আগামী বছরেও সেখানকার প্রতিমা তৈরি হবে শিল্পী সুশান্ত পালের হাতেই। আগামী বছর পুজোয় শিল্পীতে বদল আনছে না চোরবাগান সর্বজনীন, দমদমপার্ক ভারতচক্রের মতো বিগ বাজেটের পুজোও। তবে সুরুচি সঙ্ঘ, কাশী বোস লেন অবশ্য আগাম জানিয়ে দিয়েছে, তারা আগামী বছর শিল্পী বদলে চমক দেবে। তবে এসবের মধ্যে সব পুজো উদ্যোক্তাদেরই একটাই কামনা, আগামী বছর মাতৃ আরাধনা যেন করোনা মুক্ত পৃথিবীতে করা যায়।
Report by রাহুল গুপ্ত
Reported on – 30-October-2020
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বড়দিনে সেজে উঠল এলগিন রোড
নন্দনে চলছে ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব