নজরদার বিমান বানাচ্ছে ডিআরডিও
নিজস্ব সংবাদদাতা : শত্রুঘাঁটির গোপন খবর আনার জন্য বায়ুসেনার শক্তিশালী অস্ত্র হল ‘নেত্র’ । এই এয়ারক্রাফ্টের কাজ নজরদারি। ভারতের আকাশসীমায়, সীমান্তে, শত্রুশিবিরে, আগাছার মতো গজিয়ে ওঠা জঙ্গি শিবিরে সদা সতর্ক চোখ রেখে গোপন তথ্য তুলে দেয় প্রতিরক্ষা শিবিরে।সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘নেত্র’ আগাম বিপদ সংকেত পৌঁছে দেয় বায়ুসেনার কাছে। শত্রুপক্ষ মিসাইল হামলা করলে সেই বার্তাও দ্রুত পৌঁছে দিতে পারে এই এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। এর শক্তিশালী রেডার পেরিয়ে ভারতের আকাশসীমায় উঁকিঝুঁকি মারার ক্ষমতা নেই কোনও শত্রু ফাইটার জেট বা মিসাইল সিস্টেমেরই। বালাকোট এয়ারস্ট্রাইকের সময় এই নেত্রই কাজে এসেছিল বায়ুসেনার। এবার এয়ার ইন্ডিয়ার ৬টি যাত্রিবাহী বিমানকে নজরদারির কাজে নামানো হবে সীমান্তে। সরকারি সূত্রে খবর, ডিআরডিও ৬টি যাত্রিবাহীন বিমানকে নজরদার বিমান তথা এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেমের চেহারা দিতে চলেছে। সাড়ে দশ হাজার কোটি টাকা খরচে আরও দুটি আধুনিক এয়ারক্রাফ্ট তৈরির পরিকল্পনাও আছে ডিআরডিও-র। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই বিমানগুলির পরিকাঠামো বদলে দেওয়া হবে। উন্নত রেডার সিস্টেম বসানো হবে। শত্রুঘাঁটিগুলিতে কড়া নজর রাখতে পারবে এই বিমানগুলি। দিতে ও রাতে কাজ করবে সীমান্তে। ৩৬০ ডিগ্রি নজরদারির মতো প্রযুক্তি ব্যবহার করা হবে বিমানগুলিতে।এতদিন এয়ারবাস ৩৩০ বিমানকে নজরদার বিমানের চেহারা দেওয়ার চেষ্টা করছিল ডিআরডিও। জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়ার ৬টি বিমানকে ইউরোপে তাদের নির্মাতা সংস্থাগুলির কাছে পাঠানো হবে। তারাই প্রয়োজনীয় বদল করে সেগুলি ভারতে পাঠাবে। এরপরে ডিআরডিও প্রয়োজনমতো প্রযুক্তি ভরে দেবে বিমানগুলিতে।
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল