নিজস্ব সংবাদদাতা : ‘Financial Action Task Force’- বা (FATF) -এর ধূসর তালিকা থেকে মুক্তি পেল না পাকিস্তান । ২০২১ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই তালিকাভুক্তই থাকতে হবে পাকিস্তানকে। জানিয়ে দিল FATF। প্রসঙ্গত, গত দু’ বছর ধরে এই তালিকার অন্তর্ভুক্ত রয়েছে পাকিস্তান। ২০১৮ সালের জুন মাসে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করা হয়। সেই সঙ্গে তাদের নির্দেশ দেওয়া হয় ২০১৯ সালের মধ্যে সন্ত্রাসে আর্থিক মদত দেওয়া ও আর্থিক দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হতে অ্যাকশন প্ল্যানগুলি মেনে চলতে। পরে করোনা পরিস্থিতিতে এই ডেডলাইন পরে আরও বাড়িয়ে দেওয়া হয়। তাতেও সেই শর্তাবলি পূরণ করতে পারল না পাকিস্তান।এবারও তাদের দেওয়া ২৭ দফার মধ্যে গুরুত্বপূর্ণ ছ’টি শর্তপূরণ করত ব্যর্থ হয়েছেন ইমরান খান ও তাঁর প্রশাসন। এ প্রসঙ্গে এফএটিএফের প্রেসিডেন্ট মার্কস প্লেয়ার জানান, ‘পাকিস্তান ২৭টি শর্তের মধ্যে ২১টি পূরণ করেছে। নিসন্দেহে বিশ্ব আরও সুরক্ষিত হয়েছে। কিন্তু যে ছ’টি শর্তপূরণ হয়নি, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। সেগুলি দ্রুত পূরণ করা দরকার।’ পাকিস্তানের প্রচেষ্টার দিকে নজর রেখে তাকে তালিকা থেকে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছিল তুরস্কের সদস্যরা। এমনকী, অন সাইট ভিজিটের আবেদনও জানিয়েছিল, কিন্তু তাতে বাকি ৩৮ জন সদস্য রাজি হয়নি।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল