নিজস্ব সংবাদদাতা : লঞ্চ হল OnePlus 8T-র নতুন এডিশন Cyberpunk 2077। চিনে এই ফোনটির দাম ৩,৯৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪,৫০০ টাকার সমান।OnePlus এর এই লিমিটেড এডিশন ফোনটি অ্যান্ড্রয়েড ১১ এর উপরে বেসড Oxygen OS 11 অপারেটিং সিস্টেমের সগে আসবে। এতে একটি স্পেশাল থিম , AOD স্টাইল আর ক্যামেরা ফিল্টারস রয়েছে। এছাড়াও এতে রয়েছে কাস্টম সাউন্ড এফেক্ট ও নাইট সিটি, নর্দান ক্যালিফোর্নিয়ার মত ফিল্টার। OnePlus 8T Cyberpunk 2077 Edition গেম সম্পর্কিত অনেক ওয়ালপেপারো রয়েছে। গেমের গ্রাফিক্সের সঙ্গে মিল রেখে রিয়ার প্যানেলের ক্যামেরা ডিজাইন প্যানোরামিক উইন্ডো এর মত করা হয়েছে।ফোনটির সঙ্গে একটি কাস্টোমাইজড ফোন কেসও দিচ্ছে কোম্পানি। এই ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, পিক্সেল রেজোলিউশন ১০৮০x২৪০০ ফোনটির আর অ্যাসপেক্ট রেশিও ২০:৯। ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হোল, যার মধ্যে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।ছবি তোলার জন্য রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ।এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সঙ্গে আছে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। এই ফোনে আছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। এটি ৬৫ ওয়াট র্যাপ চার্জিং সাপোর্ট করে।নির্মাতারা আশাবাদী এই ফোন সহজেই টেকপ্রেমীদের মন জিতে নেবে।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা
জমজমাট করেই শুরু হল রাজ্য খাদি মেলা