নিজস্ব সংবাদদাতা : নতুন আপডেট আসতে চলেছে Facebook মালিকানাধীন WhatsApp- চ্যাটিং প্ল্যাটফর্মে। প্রিয়জনদের সঙ্গে গোপন কথা বা গোপন তথ্যের আদান প্রদান অনেকেই ফাঁস হতে দিতে চান না। তাঁদের জন্য বিশেষ অপশন নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ, খুব সহজেই আপনি নিজের তথ্য হোয়াটসঅ্যাপ চ্যাটে লুকিয়ে রাখতে পারবেন। কোনও কিছু ডিলিট না করেই এই তথ্য লুকিয়ে রাখা যায়। কীভাবে চ্যাট লুকিয়ে রাখবেন: ১. হোয়াটসঅ্যাপ খুলুন, ২. এবার চ্যাট অপশনে যান, ৩. যে চ্যাট লুকোতে চান, সেটির ওপর প্রেস করে রাখুন। ৪. এরপর টপ বার থেকে আর্কাইভ অপশন সিলেক্ট করুন। এই অপশনে ক্লিক করলেই সেই চ্যাটটি আর কেউ দেখতে পাবে না এর পাশাপাশি নতুন কাস্টম ওয়াল পেপার , আলাদা থিমের ওয়ালপেপার, স্টিকারের জন্য সার্চ ফিচার ও নতুন অ্যানিমেটেড প্যাক ব্যবহারের সুবিধা পেতে চলেছেন ব্যবহারকারীরা। এ ক্ষেত্রে WhatsApp-এর প্রতিটি কনট্যাক্ট বা গ্রুপের জন্য ইচ্ছেমতো আলাদা আলাদা ওয়ালপেপার সেট করতে পারেন ব্যবহারকারীরা। এক প্রেস বিবৃতিতে এই চ্যাটিং প্ল্যাটফর্মের তরফে জানানো হয়েছে, এতে চ্যাটিংয়ের বিষয়টি আরও সহজ হয়ে যাবে। একজন সহজেই বুঝতে পারবেন, কার সঙ্গে চ্যাট করছেন, কোন গ্রুপে কথোপকথন চলছে, কোন গ্রুপ বা কনট্যাক্টে মেসেজ এল! একাধিক ডুডল ওয়ালপেপার ও স্টিকার আনা হয়েছে WhatsApp-এ। লাইট ও ডার্ক থিমের জন্য রয়েছে আলাদা আলাদা ওয়ালপেপার। প্রসঙ্গত, দিন কয়েক আগেই Disappearing Messages ফিচার এসেছে WhatsApp-এ। এ ক্ষেত্রে ফিচারটি এনেবল হলে কোনও ইনডিভিজুয়াল বা গ্রুপ চ্যাটে পাঠানো মেসেজগুলি সাতদিনের পরই ডিজঅ্যাপিয়ার হয়ে যাবে অর্থাত্ উড়ে যাবে।
New Hopes New Visions
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত